সব দেশেই দ্রব্যমূল্য বেড়েছে: প্রধানমন্ত্রী

০৭ মার্চ ২০২২

শুধু বাংলাদেশ না,সুদূর আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর সব দেশেই জিনিসপত্রের দাম বেড়ে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  কারণ হিসেবে বলেছেন, করোনাভাইরাসের প্রভাবে সারাবিশ্বের অর্থনীতির অবস্থা মন্দা। তাছাড়া দেশে কিছু লোক আছে, যারা এ সময়ে একটু ব্যবসা করে দুই পয়সা কামাই করতে চায়। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোমবার  আওয়ামী লীগের আলোচনা সভায় বিষয়টি জানান। রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

এ সময়ে দেশে যারা একটু ব্যবসা করে দুই পয়সা কামাই করতে চায়, তাদের ব্যাপারে শেখ হাসিনা বলেন,  বিষয়টি মনিটরিং করার ব্যবস্থা করেছে তার সরকার। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সেটা নিয়েও একটা অস্বাভাবিক পরিস্থিতি সারাবিশ্বে। এর কুফল হিসেবে দেশে কিছু জিনিসের দাম বাড়ছে। কারণ আন্তর্জাতিক বাজারে যখন বেড়ে যায়, তখন কিছু প্রভাব পড়ে- এটা স্বাভাবিক ।

সভায় স্বাগত বক্তব্য দেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও বক্তব্য দেন- দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আবদুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর