মন্তব্য
বিশ্ববন্দিত মার্কিন পপ গায়িকা রিহানা আবার নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে এলেন। রিহানার নতুন টুইটার পোস্ট ঘিরে নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়।
কারণ টুইটারে যে ছবি গায়িকা পোস্ট করেছেন, সেখানে তার গলায় ঝুলছে হিন্দু দেবতা সিদ্ধিপতি গণেশের মূর্তি, অথচ তার শরীরের উর্ধাঙ্গে সুতোর লেশমাত্র নেই!
টপলেস ছবিতে গলায় দুটি হার পরা অবস্থায় দেখা গেছে রিহানাকে।
হিন্দুস্তান টাইম ও টুইটার