আমূল পরিবর্তন হচ্ছে রেলে

১৮ ফেব্রুয়ারী ২০২১

কয়েক বছরের মধ্যেই রেলওয়ে ক্ষেত্রে আমূল পরিবর্তন হবে। এই খাতে চলমান প্রকল্প বাস্তবায়ন হলেই এই পরিবর্তন হবে।এমনটাই জানিয়েছেন সরকারের রেলপথমন্ত্রী  নূরুল ইসলাম সুজন।বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাভাষা-বাংলাদেশ ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা এবং কোভিড-১৯ মোকাবিলায় বিশেষ অবদানের জন্য ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন।

 

রেলপথমন্ত্রী বলেন, বর্তমান সরকার এই খাতকে অধিক গুরুত্ব দিয়ে ২০১১ সালে আলাদা মন্ত্রণালয় গঠন করেছে। এরপর থেকেই রেলওয়েতে নতুন নতুন প্রকল্প নেওয়া হয়েছে। তিনি জানান, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, দোহাজারী থেকে কক্সবাজার নতুন রেললাইন নির্মাণ,যমুনা নদীর ওপরে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ, ঢাকা-টঙ্গী তৃতীয় ও চতুর্থ রেললাইন নির্মাণসহ আরও অনেক নতুন প্রকল্প বর্তমানে চলমান আছে। ম্যাংগো স্পেশাল ট্রেন ও ক্যাটল স্পেশাল ট্রেন চালুর কথা উল্লেখ করে আগামীতে কৃষিপণ্য পরিবহনের জন্য নতুন লাগেজভ্যান কেনার কথাও জানান মন্ত্রী সুজন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর