হাসপাতালে প্রিন্স ফিলিপ

১৮ ফেব্রুয়ারী ২০২১

অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন প্রিন্স ফিলিপ। অবস্থা গুরুতর না হলেও ৯৯ বছর বয়সী ব্রিটিশ রাজপুত্রকে ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। 

বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপকে লন্ডনের কিং সপ্তম এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রিটিশ রাজপুত্র গাড়িতে চড়েই হাসপাতালে গেছেন। ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে তিনি সেখানে ভর্তি হয়েছেন। আগামী কয়েকদিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন প্রিন্স ফিলিপ।

বিবিসি


মন্তব্য
জেলার খবর