মন্তব্য
উত্তরপ্রদেশের অটোচালক মান্যা সিংয়ের মেয়ে মান্যা জিতে নিয়েছেন ফেমিনা মিস ইন্ডিয়া রানার আপ-এর মুকুট। শিখিয়েছেন- সমস্ত প্রতিকূলতাকে ছাপিয়ে স্বপ্ন পূরণ করতে শুধু জেদ আর স্বপ্ন দেখাটাই প্রয়োজন।
মিস ইন্ডিয়ার রানার আপের খেতাব জেতার পর মঙ্গলবার মান্যাকে সংবর্ধনা দিল মুম্বাইয়ের 'ঠাকুর কলেজ অ্যান্ড সায়েন্স অ্যান্ড কমার্স'। মান্যা এই কলেজেরই ছাত্রী। মঙ্গলবার সেখানেই পৌঁছেছিলেন তিনি। তবে কোনো দামি গাড়িতে নয়, বাবার অটোতে চড়েই সেখানে পৌঁছেন 'ফেমিনা মিস ইন্ডিয়া রানার আপ'। সঙ্গে ছিলেন মান্যা সিংয়ের মা।
কলেজে ঢোকার আগে মা মনোরমা সিংয়ের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গেল তাঁকে। এদিন মেয়ের সাফল্যে চোখে জল এসে যায় মান্যার বাবা ওমপ্রকাশ সিংয়ের। বাবার চোখে জল মুছিয়ে দিতে দেখা গেল মেয়েকে।
জি-নিউজ