১০৪-১৩৫ টাকায় বেচতে হবে ভোজ্যতেল

১৮ ফেব্রুয়ারী ২০২১

বাজার দরের স্থিরতা ফেরাতে অবশেষে সব ধরণের ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে।এখন থেকে খুচরা পর্যায়ে প্রতিলিটার খোলা সয়াবিন ১১৫ টাকা, বোতলজাত ১৩৫ এবং পামসুপার তেল ১০৪ টাকার বেশি দামে বিক্রি  করা যাবে না।বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দর নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত  হয়। অবিলম্বে এই মূল্য কার্যকর হবে। সভা শেষে কমিটির সভাপতি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি  সাংবাদিকদের এই তথ্য জানান। 

 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী,  প্রতিলিটার খোলা সয়াবিন মিল গেটে ১০৭, পরিবেশক পর্যায়ে ১১০ ও খুচরা ১১৫ টাকায় বিক্রি হবে। বোতলজাত সয়াবিন মিল গেটে ১২৩, পরিবেশক পর্যায়ে ১২৭ ও খুচরা ১৩৫ টাকা বিক্রি হবে। সয়াবিনের ৫ লিটার বোতল মিল গেটে ৫৯০, পরিবেশক পর্যায়ে ৬১০ ও খুচরা ৬৩০ টাকা বিক্রি হবে।ভোজ্যতেল হিসেবে বিক্রি হওয়া পামসুপার তেল  মিল গেটে প্রতিলিটার ৯৫, পরিবেশক পর্যায়ে ৯৮ ও খুচরা পর্যায়ে ১০৪ টাকায় বিক্রি হবে।সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রাণালয়ের কর্মকর্তা ও ভোজ্যতেল মিল মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর