রাজশাহী সংবাদদাতা
রাজশাহীর গোদাগাড়ীতে ৩ কেজি ৭৭৮গ্রাম হেরোইনসহ টমেটোবাহী একটি পিকআপের চালক ও তার সহকারিকে (হেলপার) আটক করেছে র্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। জব্দ করা হয়েছে ১ হাজার ২৮০ কেজি টমেটোসহ পিকআপটি। বৃহস্পতিবার রাতে ( বুধবার দিনগত) ডাইংপাড়া মোড় হাইওয়ে এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হচ্ছে- চালক সুজন আলী ও হেলপার সুজুন। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুরের হামিদাপাড়া গ্রামে। সুজনের বাবার নাম মনিরুল ইসলাম, আর সুজুন সিরাজুল ইসলামের ছেলে। একটি প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য জানিয়েছে র্যাব-৫।
র্যাব-৫ জানায়, আটকরা দৃশ্যত শীতকালীন সবজি টমেটো নিয়ে ঢাকায় যাচ্ছিল। চালকের আসনের নিচে ছিল হেরোইন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তাদের কাছে থেকে দুটি মোবাইল ফোন সেট ও সিমও জব্দ করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ি থানায় পৃথক পৃথক মামলা হয়েছে।
ওআইআর/এমকে