একটি গরু তিন কোটি টাকা

১৯ ফেব্রুয়ারী ২০২১

গরুটির নাম ‘পস স্পাইস’। বয়স মাত্র ১৪ মাস। সম্প্রতি ইংল্যান্ডে গরুটি নিলামে উঠলে ৩৬ লাখ ডলারে বিক্রি হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় তিন কোটি ৫ লাখ ৭০ হাজার। ম্যানচেস্টার ও কামব্রিয়ার কয়েকজন পশু ব্যবসায়ী যৌথ উদ্যোগে এই গরুটি কেনেন।

বর্তমানে গরুটি যুক্তরাজ্য এবং ইউরোপে সবচেয়ে দামি প্রাণী হয়ে উঠেছে। এই গরুর মালিক ভিক্টোরিয়া বেকহ্যামের একজন ভক্ত। তিনিই গরুটির নাম রাখেন ‘পস স্পাইস’। কারণ গায়িকা ভিক্টোরিয়া বেকহ্যাম প্রথমে ‘স্পাইস গার্লস’র সঙ্গে যুক্ত ছিলেন। সে কারণেই গরুর নাম হয় ‘পস স্পাইস’।

সিএনএন


মন্তব্য
জেলার খবর