মন্তব্য
মুম্বাইয়ে চলছে শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের শুটিং। ছবিটিতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ। এরইমধ্যে তিনি মুম্বাইয়ে গিয়ে প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন।
নিজের অংশের শুটিং শেষ করে দেশে ফিরেছেন সম্প্রতি। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিতব্য বিগ বাগেটের এই সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে আনন্দিত রিয়াজ। তাজউদ্দীন আহমদের চরিত্রে প্রাথমিকভাবে নির্বাচিত ছিলেন ফেরদৌস।