মিয়ানমারে বিক্ষোভকারীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯ ফেব্রুয়ারী ২০২১

মিয়ানমার সেনাবাহিনী সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে সরকারি কর্মচারীদের উৎসাহ দেওয়ায় অভিযোগে দেশটির ছয় জনপ্রিয় ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এই ছয়জনের মধ্যে দেশটির জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা ও সঙ্গীত শিল্পী রয়েছেন। আজ বৃহস্পতিবার এসব অভিযোগের কারণে তাদের দুই বছর কারাদণ্ড হতে পারে বলে জানানো হয়েছে।

সামরিক অভ্যুত্থানবিরোধী ধর্মঘট ও প্রতিবাদে অংশ নেওয়ার কারণে এ পর্যন্ত প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। 

 রয়টার্স


মন্তব্য
জেলার খবর