১৫ দেশে ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী ৬০

১৯ ফেব্রুয়ারী ২০২১

ভারতীয় বংশোদ্ভূত দুই শতাধিক ব্যক্তি বিশ্বের প্রায় ১৫টি দেশে ক্ষমতার প্রায় শীর্ষ পদে অবস্থানে রয়েছেন।  এমনকি তাদের মধ্যে ৬০ জন মন্ত্রী পদে রয়েছেন।

পূর্ণমন্ত্রীসহ মন্ত্রী পরিষদ সচিব, সাংসদ, কূটনীতিবিদ বা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান পদে রয়েছেন। তালিকায় সবার উপরে নাম রয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের। এছাড়া ওই তালিকায় রয়েছেন পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কোস্টা, গায়ানার প্রেসিডেন্ট মুহাম্মদ ইরফান, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনাউথ, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রুপুন, ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল, কাউন্সিলর অব এক্সচেকার ঋষি সুনকের মতো উল্লেখযোগ্য নাম।

ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রীর সংখ্যা সবচেয়ে বেশি, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত।


মন্তব্য
জেলার খবর