পোশাকের জন্য ব্যয় ৬ কোটি!

১৯ ফেব্রুয়ারী ২০২১

‘রাধে শ্যাম’ সিনেমায় হাজির হচ্ছেন সুপারস্টার প্রভাস। এতে প্রভাসের নায়িকা হিসেবে দেখা যাবে পূজা হেজতে। আর এই ছবিতে তিনি আলোচনায় এসেছেন তার পোশাক-পরিচ্ছদ নিয়ে। 

‘রাধে শ্যাম’ সিনেমায় তার পোশাক-পরিচ্ছদেই শুধু ব্যয় ধরা হয়েছে ৬ কোটি রুপি। সিনেমায় সত্তর দশকের ঐতিহ্যিক পোশাকে দেখা যাবে প্রভাসকে, যে পোশাক এখন সহজলভ্য নয়। কস্টিউমের বিবেচনায়, ‘রাধে শ্যাম’ প্রভাসের অন্যতম ব্যয়বহুল প্রকল্প।


মন্তব্য
জেলার খবর