তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন লিসা

১৯ ফেব্রুয়ারী ২০২১

সম্প্রতি তৃতীয় সন্তান আসার কথা ঘোষণা করেছেন অভিনেত্রী ও মডেল লিসা হেইডেন। সোমবার রাতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন বলিউড অভিনেত্রী লিজা হেইডন। যেখানে ছোট্ট জ্যাকের সঙ্গে মজা করতে দেখা যায় লিজাকে।

পাশাপাশি মায়ের পেটের ভিতর কী রয়েছে বলে ছেলেকে প্রশ্ন করেন লিজা। যার উত্তরে, 'মায়ের পেটে ছোট্ট বোন রয়েছে' বলে চিৎকার করে জানিয়ে দেয় জ্যাক।

তৃতীয় সন্তান আসার কথা ঘোষণা করে পোস্ট করা লিজার সেই ভিডিও প্রকাশ করার পরেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে। ২০১৬ সালে দিনো লালওয়ানিকে বিয়ে করেন লিজা হেইডন। ২০১৬ সালে 'বিচ ওয়াডিংয়ের' মাধ্যমে দিনোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন লিজা। 

জিনিউজ ও ইনস্টাগ্রাম


মন্তব্য
জেলার খবর