বিদেশে কর্মরত বাংলাদেশি নারীদের সুরক্ষা ব্যবস্থায় জোর দেওয়ার জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানানো হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সোমবার (৭ মার্চ) এক অনুষ্ঠান থেক বক্তারা এ দাবি জানান। বেসরকারি সংস্থা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এ সভার আয়োজন করে।
বক্তারা বলেন, বর্তমানে ১০ লাখ বাংলাদেশি নারী বিদেশে কাজ করে। প্রতিবছর নারীর কর্মসংস্থান বাড়লেও সুরক্ষা ব্যবস্থা এখনও যথেষ্ট উন্নত নয়, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তাই সেখানকার দূতাবাসে দরকার হলে নারী কর্মকর্তা নিয়োগ করতে হবে। সরকারি ও বেসরকারি সংস্থা সম্মিলিতভাবে বিদেশে কর্মরত এ দেশের নারীদের সুরক্ষা দিতে হবে।
বক্তরা আরো বলেন, অভিবাসন বিষয়ক তথ্য তৃণমূল পর্যায়ে এখনও সঠিকভাবে পৌঁছাচ্ছে না। এক্ষেত্রে সবাইকে সচেতনতা বৃদ্ধির কাজ করতে হবে। সরকারের যেসব নীতিমালা ও উদ্যোগ আছে, সেগুলো অনেকেই জানেন না। এসব উদ্যোগ সবাইকে জানাতে ও বাস্তবায়ন করতে হবে। এ নারীদের প্রশিক্ষণের বিষয়ে যথাযথ গুরুত্ব দিতে হবে।
বক্তব্য দেন- জাতীয় সংসদের অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাসের মহাসচিব মাহজাবিন খালেদ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েল ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পরিচালক মুশাররাত জেবীন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মির্জা শাকিলা দিল হাছিন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ঢাকার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস, ইউএন উইমেনের কর্মকর্তা তপতি সাহা, বেসরকারি সংস্থা ওয়ারবির পরিচালক জেসিয়া খাতুন ও বেসরকারি সংস্থা বিএনএসকের পরিচালক সুমাইয়া ইসলাম প্রমুখ।
এমকে