মালালাকে হত্যার হুমকি

১৯ ফেব্রুয়ারী ২০২১

‘আগের বার বেঁচে গিয়েছিলে, এবার আর কোনও ভুল হবে না’। সামাজিক মাধ্যমে নারী-শিক্ষা আন্দোলনের অন্যতম মুখ মালালা ইউসফজাই-কে আবারও এমনই হুমকি দেওয়া হয়েছে। নোবেলজয়ী মালালার উপর হামলায় দোষী সাব্যস্ত পাকিস্তানি তালেবান জঙ্গি এহসানউল্লা এহসানের নামে তৈরি একটি টুইটার হ্যান্ডল থেকে ওই হুমকি এসেছে। 

মঙ্গলবার টুইটারে বিষয়টি নিয়ে মুখ খোলেন মালালা। তিনি লেখেন, ‘এই ব্যক্তি তেহরিক-ই-তালিবান পাকিস্তানের প্রাক্তন মুখপাত্র। আমার ওপর এবং দেশের নিরীহ মানুষের ওপর চলা হামলার দায় স্বীকার করেছে সে। এখন সামাজিক মাধ্যমেও মানুষকে হুমকি দিচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র এবং ইমরান খানের কাছ জানতে চাই, এই মানুষটা জেল থেকে পালাল কীভাবে’?


মন্তব্য
জেলার খবর