ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে মোটরসাইকেলের ধাক্কায় কামাল হোসেন (২৫) নামের এক পথচারী নিহত হয়েছে। সোমবার (৭মার্চ) বিকাল ৫ টার দিকে রসুলপুর ৩ নং ওয়ার্ডে বাজারের উত্তর মাথায় এ দুর্ঘটনা ঘটে। কামাল হোসেন ওই এলাকার সুলতানের ছেলে, পেশায় একজন মাছ বিক্রেতা ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বিকালে কামাল হোসেন বাড়ি থেকে শশীভূষণ বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে বাজারটির উত্তর মাথায় আসলে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় কামাল হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যায়, চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি আটক করেছে। চালককে আটক করা যায়নি।
কামরুজ্জামান শাহীন/এমকে