আয়া সোফিয়া দেখতে ভিড়

১৯ ফেব্রুয়ারী ২০২১

তুষারে তুষারে সফেদ হয়েছে তুরস্কের ইস্তাম্বুল শহরের ঐতিহ্যবাহী আয়া সোফিয়া মসজিদ। যেন প্রকৃতিই মসজিদটিকে সাজিয়েছে নতুন করে। শুভ্রতার চাদরে আয়া সোফিয়ার চারপাশ ছেয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে যেন এক স্বর্গীয় আবহ। আর সে সৌন্দর্য্য উপভোগ করতে ভিড় করছেন দেশি বিদেশি পর্যটকরা।

সম্প্রতি জাদুঘর থেকে মসজিদে রূপান্তর হওয়া বিখ্যাত এই স্থাপনাটির সৌন্দর্য যেন কয়েকগুন বাড়িয়ে দিয়েছে সাম্প্রতিক তুষারপাত। তুষারের শুভ্র চাদরে ছেয়ে গেছে তুরস্কের ঐতিহ্যবাহী আয়া সোফিয়া মসজিদের ছাদ, দেয়াল আর গম্বুজ। তুষার ঢাকা এ মসজিদসহ গোটা ইস্তাম্বুলের সৌন্দর্য্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় ও বিদেশি পর্যটকরা।


মন্তব্য
জেলার খবর