একসঙ্গে ৫ জনের প্রবেশাধিকার থাকবে শহীদ মিনারে 

১৯ ফেব্রুয়ারী ২০২১

বিশেষ পরিস্থিতিতে (করোনা) এবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে। তাই দিবসটিতে দলীয়ভাবে একসঙ্গে সর্বোচ্চ ৫জন শহীদ মিনারে প্রবেশ করতে পারবেন।ব্যক্তি পর্যায়ে একসঙ্গে দুজনের বেশি প্রবেশ করতে দেওয়া হবে না। আর একজন ব্যক্তিও মাস্ক ছাড়া প্রবেশ করতে পারবেন না। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এই কথা বলেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।

 

শহীদ মিনারে নিরাপত্তা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি।  পাশাপাশি পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরাও থাকবেন। সুনির্দিষ্ট কোনও হুমকি নেই। তারপরও জঙ্গি কার্যক্রমের ওপর কঠোর নজরদারি রাখা হবে। 

 

ডিএমপি প্রধান জানান, শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার প্রতিটি ইঞ্চি জায়গা সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। ডিএমপির কন্ট্রোল রুম থেকে তা মনিটরিং করা হবে। পাশাপাশি বোম ডিসপোজাল ইউনিট, সোয়াটসহ অন্যান্য ইউনিট সক্রিয় থাকবে।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর