এবার সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা প্রতিরোধী টিকা দেবে সরকার। এ জন্য স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি চলছে। সরকারের তরফ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। তাদের অনুমোদন পাওয়া মাত্রই প্রাথমিকের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হবে। সাংবাদিকদের এমন কথাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের টিকা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রী।
মন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, বিষয়টি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গেও আলাপ হচ্ছে। প্রস্তুতির অংশ হিসেবে প্রাথমিকের শিক্ষার্থীদের টিকা দিতে তালিকা প্রস্তুত করছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। তিনি জানান, দেশে ১২ বছরের ঊর্ধ্বের শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। এবার ১২ বছরের নিচের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।
১২ বছরের নিচের শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়টি পুরোটাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর নির্ভর করছে উল্লেখ করে জাহিদ মালেক জানান, কারণ সেখানে টিকার ডোজের অ্যাডজাস্টমেন্টের কিছু বিষয় আছে। তাই সেটি নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, এর আগে সম্প্রতি প্রধানমন্ত্রীও তার বক্তব্যে প্রাথমিকের শিক্ষার্থীদের টিকাদানের আওতায় আনার কথা বলেছিলেন। দেশে গত বছরের ৭ ফেব্রুয়ারি থেকে করোনা প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়। এরপর গত ১ নভেম্বর থেকে ১২-১৭ বয়সীদের টিকা দেওয়া শুরু করে সরকার।
এমকে