সেরেনার স্বপ্ন ভঙ্গ

১৯ ফেব্রুয়ারী ২০২১

২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক আমেরিকার সেরেনা উইলিয়ামস। এবার অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে নারী এককের সেমিফাইনালে জাপানের নাওমি ওসাকার কাছে হেরেছেন। এর ফলে অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করার স্বপ্ন, স্বপ্নই থেকেই গেল সেরেনার। 

মার্গারেটকে স্পর্শ করার স্বপ্ন নিয়েই এবারের আসরে যাত্রা শুরু করেছিলেন সেরেনা। টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত খেলতে থাকেন।  পৌঁছে যান সেমিফাইনালেও। কিন্তু সেমিতেই সেরেনাকে থামিয়ে দেন তিনটি গ্র্যান্ড স্ল্যামের মালিক ওসাকা। সেরেনাকে ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়ে ক্যারিয়ারে চতুর্থবারের মত গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে উঠলেন ওসাকা। আগের তিনবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে শিরোপা জিতেছিলেন ওসাকা। একবার অস্ট্রেলিয়ান ওপেনে, দু’বার ইউএস ওপেনে। 

২০১৭ সালে সর্বশেষ কোন গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন ৩৯ বছর বয়সী সেরেনা। সেটি ছিলো অস্ট্রেলিয়ান ওপেনের। এরপর মাতৃত্বকালীন ছুটি কাটান তিনি। সেখান থেকে ফিরে ১১টি গ্র্যান্ড স্ল্যামে অংশ নেন। চারবার দু’টি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেও, ট্রফির রাগ ভাঙ্গাতে পারেননি।


মন্তব্য
জেলার খবর