লেভান্তের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে অ্যালেটিকো। এর ফলে প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান রচনা করা হলো না দলটির। বুধবার অনুষ্ঠিত লা লিগার ম্যাচটি। অবশ্য অ্যাঞ্জেল কোরেয়ার ভয়ঙ্কর এক মিসে পয়েন্ট ভাগ করতে হয়েছে শীর্ষস্থান ধারীদের।
ম্যাচের ১৭ মিনিটে বিষ্ময়কর ভাবে গোল করে এগিয়ে যায় স্বাগতিক অ্যাটলেটিকো। তবে একক ভাবে মাঠের নিয়ন্ত্রণ। নিজেদের আওতায় নিয়ে নেয় সিমিওনের শিষ্যরা। বিরতিতে যাবার আট মিনিট আগে সমতাসুচক গোলটি ছাড়া প্রতিপক্ষের গোলবক্সে ভিড়তেই পারছিল না অ্যাটলেটিকো। ম্যাচের পরে আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি ড্র হয়।
এখন তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। তিন ম্যাচের দুটিতে দুই ড্রয়ে শিরোপা জয়ের দৌঁড়ে নিজেদের একচেটিয়া নিয়ন্ত্রণ অনেকটাই হারিয়ে ফেলেছে অ্যাটলেটিকো।
২০১৪ সালের পর প্রথম লিগ শিরোপা জয়ের চেস্টারত অ্যাটলেটিকো প্রথমার্ধের শেষ ভাগের প্রতিআক্রমণ থেকে পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়।