মন্তব্য
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস।
চেন্নাইয়ে অনুষ্ঠিত আইপিএলের ১৪তম আসরের নিলামে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে মরিসকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি।
মরিসের আগে আইপিএলে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিলেন ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার যুবরাজ সিং। ২০১৫ সালে ১৬ কোটি রুপিতে যুবরাজকে দলে নিয়েছিলো দিল্লি ডেয়ারডেভিলস।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে এর আগে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটার ছিলেন প্যাট কামিন্স। গত বছর ১৫ কোটি ৫০ লাখ রুপিতে কামিন্সকে কিনেছিলো কলকাতা নাইট রাইডার্স।