মন্তব্য
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে সাবেক ফাস্ট বোলার চামিন্দা ভাসকে দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
গতকাল দলের বোলিং কোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ান অস্ট্রেলিয়ার ডেভিড সাকের। ২০১৯ সালে লঙ্কান জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সড়ে গেলেন ৫৪ বছর বয়সী সাকার।
বোলিং কোচ হিসেবে অভিজ্ঞতাসম্পন্ন ভাস এর আগে ২০১২ সালে অক্টোবরে শ্রীলঙ্কা সফরে নিউজিল্যান্ডের পেসারদের সাথে কাজ করেছিলেন তিনি।
পরের বছর শ্রীলংকার দলের সাথে যোগ দেন ভাস। ২০১৫ সাল পর্যন্ত লংকানদের সাথেই ছিলেন তিনি। এরপর ২০১৬ সালের জানুয়ারিতে আয়ারল্যান্ডের বোলিং কোচ হন ভাস।