করোনা মহামারির পর শি বিলিভস কাপ’ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফিরল বিশ্ব নারী ফুটবল। এতে ব্রাজিল নারী ফুটবল দলের কাছে ৪-১ গোলে হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা নারী ফুটবল দল। ব্রাজিলের নারীদের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেনিটনার নারীরা।
চার দলের এই টুর্নামেন্টে লিগ পদ্ধতিতে শুক্রবার একে অপরের মুখোমুখি হয় অংশগ্রহণকারীরা। ফ্লোরিডায় আসরের প্রথম ম্যাচে মার্তার ব্রাজিল ছিল অপ্রতিরোধ্য।
৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন মার্তা নিজেই। ৪৭ মিনিটে দেবিনহার গোলের পর ৫৪ মিনিটে আদ্রিয়ানার গোলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় তাদের।
৬০ মিনিটে লারোকুয়েতে আর্জেন্টিনার হয়ে এক গোল শোধ করেন। অবশ্য ৮৪ মিনিটে গেসির গোলে ৪-১’র বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। আসরের বর্তমান ও সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র আরেক ম্যাচে কানাডাকে হারিয়েছে ১-০ গোলে।