করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ৮, শনাক্ত ৪০৬

২০ ফেব্রুয়ারী ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৮ জন মারা গেছেন, নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪০৬ জনের। এই রোগ থেকে সুস্থ হয়েছেন ৫৩৬ জন।দুই দশমিক ৮৫ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।

 

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৪২ হাজার ৬৭৪ জনের। এর মধ্যে মারা গেছেন আট হাজার ৩৩৭ জন। সুস্থ হয়েছেন চার লাখ ৯০ হাজার ৪৬৮ জন। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৯ লাখ ২২ হাজার ৪৮৯টি। শনাক্তের হার ১৩ দশমিক ৮৩। 

 

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৪ হাজার ৪৩৮টি, পরীক্ষা হয়েছে ১৪ হাজার ২৩২টি। মৃতদের মধ্যে পুরুষ ৬ জন ও নারী ২ জন। বিভাগভিত্তিক ঢাকায় ৪ জন, চট্টগ্রামে ৩ জন ও বরিশালে একজন আছেন;  সবাই হাসপাতালে মারা গেছেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর