মন্তব্য
পেরুর রাজধানী লিমাতে করোনা আইন অমান্য করায় এক নারীর কাছে জরিমানার পরিবর্তে চুমু নিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় সাময়িক বরখাস্তও করা হয়েছে ওই পুলিশ কর্মকর্তাকে। ভিডিও ফুটেজে এর সত্যতা পাওয়া গেছে।
করোনার বিধি নিষেধ অমান্য করায় ওই নারীকে পুলিশ ডেকে পাঠায়। পরে ওই নারী জরিমানার পরিবর্তে চুমু দেওয়ার প্রস্তাব দেয়। পুলিশও এতে রাজি হন। এই ভিডিও ফুটেজ সংবাদমাধ্যমের হাতে পৌঁছালে এটি নিয়ে হইচই শুরু হয়। এরপর সমালোচনার মুখে সেই পুলিশকে বরখাস্ত করা হয়।
ডেইলি মেইল