ভাড়া গুণতে হচ্ছে জ্যাকলিনকে

২০ ফেব্রুয়ারী ২০২১

প্রত্যেক মাসে ৬.৭৮ লক্ষ ভাড়া গুণতে হচ্ছে জ্যাকলিন ফার্নান্দেজকে। প্রিয়াঙ্কা চোপড়ার জুহুর বিলসাবহুল বাড়ি ভাড়া নেওয়ার পরই বিপুল অঙ্কের ভাড়া গুণতে হচ্ছে জ্যাকলিনকে। 

প্রিয়াঙ্কা চোপড়ার জুহুর বাড়ি ভাড়া নেন জ্যাকলিন। জুহুর কর্মযোগ নামের ওই বাড়িতে নিকের সঙ্গে 'রোকা' সারেন প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে কর্মযোগের ওই বাড়িতে থাকার লোক নেই। সেই কারণে ওই বিলাসবহুল বাড়ি বিক্রি করে দেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কার চোপড়া জুহুর ওই বাড়ি বিক্রির পর আপাতত সেখানকার চতুর্থ এবং পঞ্চম তলা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন জ্যাকলিন। 

জিনিউজ 


মন্তব্য
জেলার খবর