ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে দেশটিতে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমা দেশগুলো। তবে হাঙ্গেরি জ্বালানি খাতে রাশিয়ার বিরুদ্ধে কোনোধরনের নিষেধাজ্ঞায় সমর্থন দেবে না। সোমবার দেশটির অর্থমন্ত্রী মিহালি ভার্গ এ কথা জানান।
তিনি বলেছেন, জ্বালানি খাতে রাশিয়ার বিরুদ্ধে যে কোনো নিষেধাজ্ঞা হাঙ্গেরির মুদ্রানীতি ও জাতীয় কল্যাণ বাধাগ্রস্ত করবে। তাই জ্বালানি খাতে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের কোনো নিষেধাজ্ঞায় সমর্থন দেবে না হাঙ্গেরি।
দেশটির অর্থমন্ত্রী এমন এক সময় তার দেশের অবস্থান তুলে ধরলেন যখন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিষয়ে লন্ডনে বৈঠকে বসতে যাচ্ছিলো ভিসেগ্রাদ অঞ্চলের চার দেশ-হাঙ্গেরি, পোল্যান্ড, চেক রিপাবলিক ও স্লোভাকিয়া।
অপর দিকে হাঙ্গেরীর প্রধানমন্ত্রী ভিক্টোর ওরবানের দেওয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের জন্য তার দেশ কোনো অস্ত্রের চালান পাঠায়নি বলে দাবি করেছেন।