রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে না হাঙ্গেরি

০৮ মার্চ ২০২২

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে দেশটিতে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমা দেশগুলো। তবে হাঙ্গেরি জ্বালানি খাতে রাশিয়ার বিরুদ্ধে কোনোধরনের নিষেধাজ্ঞায় সমর্থন দেবে না। সোমবার দেশটির অর্থমন্ত্রী মিহালি ভার্গ এ কথা জানান।

 

তিনি বলেছেন, জ্বালানি খাতে রাশিয়ার বিরুদ্ধে যে কোনো নিষেধাজ্ঞা হাঙ্গেরির মুদ্রানীতি ও জাতীয় কল্যাণ বাধাগ্রস্ত করবে। তাই জ্বালানি খাতে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের কোনো নিষেধাজ্ঞায় সমর্থন দেবে না হাঙ্গেরি।

 

দেশটির অর্থমন্ত্রী এমন এক সময় তার দেশের অবস্থান তুলে ধরলেন যখন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিষয়ে লন্ডনে বৈঠকে বসতে যাচ্ছিলো ভিসেগ্রাদ অঞ্চলের চার দেশ-হাঙ্গেরি, পোল্যান্ড, চেক রিপাবলিক ও স্লোভাকিয়া।

 

অপর দিকে হাঙ্গেরীর প্রধানমন্ত্রী ভিক্টোর ওরবানের দেওয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের জন্য তার দেশ কোনো অস্ত্রের চালান পাঠায়নি বলে দাবি করেছেন।


মন্তব্য
জেলার খবর