আধুনিক ও বিশ্বমানের হবে ঢাকা-সিলেট মহাসড়ক

২০ ফেব্রুয়ারী ২০২১

ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নিত করছে সরকার। সড়কটি আধুনিক ও বিশ্বমানের হবে। ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে সড়কটির উন্নয়ন দেশের সামগ্রিক উন্নতিতে সহায়ক হবে। সড়কের ১৭ কিলোমিটার ফ্লাইওভারসহ মধ্যখানে থাকবে ডিভাইডার। সড়কের পাশাপাশি স্থাপিত হবে ডাবল রেললাইন। এসব কথা বলেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) মৌলভীবাজারে কোদালীছড়ার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার পৌর মেয়র মো. ফজলুর রহমান। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, দেশে কিছু লোক আছে, তারা মনে-প্রাণে বাংলাদেশের ভালো চায় না।  ব্রিজ-কালভার্টের উন্নয়ন করলে হবে না, শত্রুদেরও চিহ্নিত করতে হবে। গণতান্ত্রিক সরকার স্বৈরতান্ত্রিক নয়, তাই গায়ের জোরে কিছু করা যায় না। গায়ের জোরে কাজ করে স্বৈরশাসক। এই সরকার জনগণের সরকার।

অনুষ্ঠানে বক্তব্য দেন- স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহীদ আহসান, সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান ও প্রকল্প পরিচালক কাজী মিজানুর রহমান প্রমূখ।

 

এমকে


মন্তব্য
জেলার খবর