শ্রম আইনের শ্রমিক স্বার্থ বিরোধী ধারাগুলো বাতিলের দাবি

২০ ফেব্রুয়ারী ২০২১

দেশে প্রচলিত শ্রম আইনে বিদ্যমান ধারাগুলোর মধ্যে শ্রমিকস্বার্থ বিরোধী ধারাগুলো বাতিলের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে দাবি জানানো হয়েছে শ্রমিক হয়রানি ও নির্যাতনমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে আইএলও কনভেনশন অনুস্বাক্ষরের। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এই দাবি জানায় গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট।

মানববন্ধনে কালো আইন আখ্যায়িত করে আইনটির ২৩, ২৬, ২৭ (৩ক), ১৭৯ (২.৫), ১৮০ (১খ), ২৩২(৩) নং ধারা বাতিলের দাবি জানায় গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল। বলেন, ২০১৩ এবং ২০১৮ সালে শ্রম আইন সংশোধন করা হলেও প্রতিবারই শ্রমজীবী মানুষ প্রতারিত হয়েছে, তাদের অধিকার আরও সংকুচিত হয়েছে।  সম্প্রতি আবারও শ্রম আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংশোধনিতে শ্রমিক স্বার্থ বিরোধী ধারা গুলো বাতিল, কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত মৃত্যু বা পঙ্গুত্বে ক্ষতিপুরণের পরিমাণ আজীবন আয়ের সমান নির্ধারণ, সব শ্রমিকের মুনাফায় অংশগ্রহণ, চাকরি অবসানকালীন সুবিধার প্রাপ্তি নিশ্চিতকরণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্যের সঙ্গে মজুরি নির্ধারণের সুযোগ, আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ অনুসারে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে। 

 

এমকে 


 


মন্তব্য
জেলার খবর