মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি

২০ ফেব্রুয়ারী ২০২১

মিয়ানমারের মান্ডালে শহরে শনিবার পুলিশের গুলিতে অন্তত দু’জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন। 

শহরের জরুরি সেবাদানকারী সংস্থা পারাহিতা দারহির স্বেদ্ধাসেবী কো অং এএফপিকে বলেন, ‘২০ জন আহত হয়েছেন ও দু’জন মারা গেছেন।’

এএফপি


মন্তব্য
জেলার খবর