ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দায় জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবে ভোটদান থেকে বিরত ছিল বাংলাদেশ। এ কারণে বাংলাদেশকে করোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ লিথুয়ানিয়া।
দেশটির প্রধানমন্ত্রীর মুখপাত্র রাসা জাকিলাইটিয়েনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এলআরটি নিউজ। তিনি জানান, এ সপ্তাহের শুরুতে, লিথুয়ানিয়া সরকার বাংলাদেশে ফাইজার কোভিড-১৯ ভ্যাকসিনের ৪ লাখ ৪৪ হাজার ৬০০ ডোজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলো। কিন্তু বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে আনা নিন্দা প্রস্তাবে ভোট দানে বিরত থাকায় সে সিদ্ধান্ত থেকে সরে যায় লিথুয়ানিয়া সরকার। ওই প্রস্তাবে অবিলম্বে রাশিয়ার আগ্রাসন বন্ধ এবং সৈন্য প্রত্যাহারের কথা বলা ছিলো।
জাতিসংঘের সাধারণ পরিষদে সদস্য ১৯৩টি দেশের মধ্যে ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।