নাভালনির আপিল নাকচ

২০ ফেব্রুয়ারী ২০২১

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ও বিরোধী দলের নেতা আলেক্সেই নাভালনির আপিল নাকচ করে দিয়েছেন রাশিয়ার একটি আদালত।

এর ফলে কারাগারেই থাকতে হচ্ছে তাকে। এ মাসে নাভালনিকে আড়াই মাসের কারাদণ্ড দেয়ার পর গত শনিবার রায়ের বিরুদ্ধে মস্কো সিটি আদালতে আপিল করেছিলেন তিনি। 

তবে আদালত কারাদণ্ডের মেয়াদ দেড় মাস কমিয়েছেন। ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৫ এর ফেব্রুয়ারি পর্যন্ত নাভালনির গৃহবন্দী থাকার বিষয়টি আমলে নিয়ে আদালত কারাদণ্ডের মেয়াদ কমানোর সিদ্ধান্ত নেন।

সিএনএন’


মন্তব্য
জেলার খবর