মন্তব্য
বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান পর্দায় নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও বাস্তবে অনেক ভালো মানুষ ছিলেন বলে মন্তব্য করেছেন প্রবীণ অভিনেত্রী আনোয়ারা। শনিবার এটিএম শামসুজ্জামানকে শেষবারের মতো দেখতে রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে এই অভিনেতার বাড়িতে উপস্থিত হন অভিনেত্রী।
আনোয়ারা বলেন, 'উনি সাধারণত ভিলেন চরিত্রে অভিনয় করেছেন। পর্দার খারাপ মানুষের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে অনেক ভালো মানুষ ছিলেন। উনার সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। তা বলে শেষ করা যাবে না। ’ বরেণ্য অভিনেতার রুহের মাহফিরাত কামনা করেন আনোয়ারা।