ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বন্ধে দেশটির বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমা দেশগুলো। রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপ করতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এ উপলক্ষ্যে লন্ডনে কানাডিয়ান ও ডাচ প্রধানমন্ত্রীদের সাথে আলোচনা করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। খবর বিবিসির।
যুক্তরাজ্য ইউক্রেন সরকারকে আরও ৭৪ মিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণার পর এমন সিদ্ধান্ত এলো। ইউক্রেন আক্রমণের পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বজায় রাখতে ছয় দফা পরিকল্পনা তৈরি করেছেন বরিস।
বরিস জনসন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটেকে অতিথি করছেন। তিনি আন্তর্জাতিক নেতাদের সুইফট ব্যাঙ্কিং পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়াকে সরিয়ে দেওয়ার জন্য আরও পদক্ষেপ নিতে এবং রাশিয়ান আগ্রাসন মোকাবেলায় তার প্রস্তাবগুলিকে সমর্থন করতে উৎসাহিত করবেন বলে ধারণা করা হচ্ছে।