ভালো মনের মানুষ ছিলেন এটিএম শামসুজ্জামান: রিয়াজ

২১ ফেব্রুয়ারী ২০২১

এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে শোকাহত রিয়াজ বলেন, অসাধারণ একজন অভিনেতা ছিলেন এটিএম শামসুজ্জামান। তিনি আমাকে খুব ভালোবাসতেন। তার প্রথম পরিচালিত সিনেমার নায়ক ছিলাম। তার লেখা ‘মোল্লা বাড়ির বউ’ সিনেমাতেও অভিনয় করেছি। কাজ করতে গিয়ে আমাদের মধ্যে আত্মার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। মৃত্যুর মধ্য দিয়ে সেই আত্মার সম্পর্কে ছেদ ঘটল। তিনি শারীরিকভাবে আমাদের মাঝে থাকবেন না। তবে সব সময় মনের মধ্যে সেই আত্মার সম্পর্ক থেকে যাবে।

ব্যক্তি হিসেবে তিনি ভালো মনের মানুষ ছিলেন উল্লেখ করে রিয়াজ আরও বলেন, সবার সঙ্গে মিশতে পারতেন। হাসি মুখে কথা বলতেন। শুটিংয়ে প্রচুর মজা করতাম। জীবদ্দশায় অনেক সমস্যার মধ্য ছিলেন তিনি কিন্তু সেগুলো কখনো চোখে-মুখে ফুটে উঠত না। ব্যক্তিগতভাবে তিনি আমাকে অনেক ভালোবাসতেন। কাজ করতে গিয়ে বাবা-ছেলের সম্পর্ক হয়ে গিয়েছিল আমাদের। তার মৃত্যুতে শূন্যতা তৈরি হয়েছে চলচ্চিত্র অঙ্গনে।


মন্তব্য
জেলার খবর