মন্তব্য
চার শতাধিক চলচ্চিত্রের বহু খল ও কমেডি চরিত্রকে অমর করে যাওয়া এই অভিনেতার মৃত্যুর খবরে শনিবার সকাল থেকেই তার সূত্রাপুরের বাসায় ভিড় করেন সহশিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা।এটিএম শামসুজ্জামানকে শেষবারের মতো দেখতে তার বাসায় ছুটে এসেছিলেন ছোটপর্দার অভিনেতা মীর সাব্বির।
তিনি সাংবাদিকদের বলেন, ‘নোয়াশাল’ নাটকে আমরা দীর্ঘ আট বছর কাজ করেছি। আমার সুযোগ হয়েছে তার সঙ্গে অভিনয় করার। তিনি আমার কাঁধে হাত রেখেছেন, আমার পরিচালনায় অভিনয় করেছেন। তাকে নিয়ে আমার কথা বলার যোগ্যতা নাই। সবাই তার জন্য দোয়া করবেন।”