বিশ্ববাজারে ১৩ বছরের মধ্যে তেলের দাম সর্বোচ্চ

০৮ মার্চ ২০২২

বিগত ১৩ বছরের মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সবচেয়ে বেশি বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ২০০৮ সালের জুলাই মাসের পর বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৩৯ ডলার। আর মার্কিন যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম ১১ শতাংশ বেড়েছে।

 

মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদের সাথে রাশিয়ান সরবরাহের উপর সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করার পর জ্বালানি তেলের দামের এ উর্ব্ধগতি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে সরবরাহে ঘাটতির আশঙ্কায় সাম্প্রতিক দিনগুলিতে জ্বালানি বাজারে সঙ্কট দেখা দিয়েছে।

 

জ্বালানির দাম ও গৃহস্থালির বিল বেড়ে যাওয়ায় গ্রাহকরা ইতোমধ্যে মোটা অংকের খরচের চাপ অনুভব করছেন। রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাইডেন প্রশাসন এবং তার মিত্রদের রাশিয়ার তেল সরবরাহের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার কথা বলেছেন।

 

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানায়, গত সপ্তাহে পাম্পে মার্কিন পেট্রোলের দাম ১১ শতাংশ বেড়েছে, যা ২০০৮ পর সর্বোচ্চ।


মন্তব্য
জেলার খবর