করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, শনাক্ত ৩৫০

২১ ফেব্রুয়ারী ২০২১

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩৫০ জনের। এই রোগ থেকে সুস্থ হয়েছেন ৪২৪ জন।৩ দশমিক ১৪ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।দেশের করোনা পরিস্থিতি সম্পর্কে শনিবার ( ২০ ফেব্রুয়ারি)  সংবাদ বিজ্ঞপ্তিতে  এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

 

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত পাঁচ লাখ ৪৩ হাজার ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।এর মধ্যে মারা গেছেন আট হাজার ৩৪২ জন, সুস্থ হয়েছেন চার লাখ ৯০ হাজার ৮৯২ জন। এখন পর্যন্ত  নমুনা পরীক্ষা হয়েছে ৩৯ লাখ ৩৩ হাজার ৬৩৭টি। শনাক্তের হার ১৩ দশমিক ৮০ ।  

 

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ২২টি, পরীক্ষা হয়েছে ১১ হাজার ১৪৮টি। মৃতদের মধ্যে পুরুষ তিন জন, নারী দুইজন। হাসপাতালে চারজন, আর বাড়িতে  একজন মারা গেছেন। সবাই ঢাকা বিভাগের। 

 

এমকে


মন্তব্য
জেলার খবর