ভাষা সংস্কৃতির ওপর বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন চলছে

২১ ফেব্রুয়ারী ২০২১

ভিন্ন কায়দায় দেশের ভাষা সংস্কৃতির ওপর বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন চলছে। জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না  দিতে এটি চলছে।  এটি চলছে বিশেষ মহলের তাবেদারির জন্য। এজন্যই এখন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আবারও একদলীয় দুঃশাসনের শৃঙ্খলে দেশের মানুষকে আটকে রাখা হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২০ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ স্বাধীন হলেও নতুন করে ভিন্ন মাত্রায় আধিপত্যবাদী শক্তি এই দেশের ওপর সাংস্কৃতিক, রাজনৈতিক আধিপত্য কায়েম করেছে। আমাদের নতজানু করে রাখতে কারসাজি চালিয়ে যাচ্ছে।  তিনি জানান, স্বজাত্যবোধ ও অধিকারবোধের চেতনাকে শাণিত করেছিল মহান একুশে ফেব্রুয়ারি। সেই চেতনা নস্যাৎ করে একদলীয় শাসনের জগদ্দল পাথর আজ জনগণের কাঁধের ওপর চাপানো হয়েছে। ২০১৮ সালের ২৯ ডিসেম্বর মধ্যরাতের নির্বাচনে ভোটাধিকার কেড়ে নিয়ে জনগণকে প্রতারিত করা হয়েছে। 

 

এমকে


মন্তব্য
জেলার খবর