বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন সম্প্রতি বিয়ে করেছেন কেবিন ক্রু তামিমা তাম্মিকে। এর আগে রাকিব নামে আরেক জনের সাথে বিয়ে হয় তার। সেখানে ৮ বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে তাদের। তাদের মধ্যে এখনও বৈবাহিক সম্পর্ক রয়েছে দাবি করে তামিমার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাকিব।
শনিবার দুপুরে রাইসা ইসলাম বাবুনি নামক এক ফেসবুক ব্যবহারকারীর একটি পোস্ট ভাইরাল হয়। ভাইরাল হওয়া অডিও কলে নাসির নিজেই দাবি করেছেন সবকিছু জেনেশুনেই তিনি তাম্মিকে বিয়ে করেছেন।
সেই পোস্টে তামিমার স্বামী রাকিবের পক্ষে দাবি করা হয়েছে, এখনও তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের ঘরে রয়েছে ৮ বছর বয়সী একটি কন্যা সন্তানও। তালাক না দিয়ে নতুন বিয়ে করায় তামিমার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাকিব।
জিডি প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) কাজী আবুল কালাম জানান, গত ১৮ ফেব্রুয়ারিতে রাকিব হাসান একটি জিডি করেছেন। জিডি নং-১৩২১।