নাসির-রাকিবের আগেও বিয়ে ছিল তামিমার

২১ ফেব্রুয়ারী ২০২১

বিয়ে করেছেন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। ১৪ ফেব্রুয়ারি কেবিন ক্রু তামিমা তাম্মিকে বিয়ে করেনি তিনি। এরপর যথাক্রমে ১৭ ফেব্রুয়ারি হলুদ ও ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বিবাহোত্তর সংবর্ধনাও। 

এরইমধ্যে অভিযোগ উঠে আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরের সাথে বিয়ে করেছেন তামিমা। শুধু তাই নয়, নাসির ও রাকিব ছাড়াও আরো একজনের সাথে ৬ মাসের সংসার ছিল তামিমার। ওই ছেলে নাম অলোক। এমনই অভিযোগ করেছেন রাকিব। 

নাসির-তামিমার বিয়ের পর মো: রাকিব হাসান উত্তরা থানায় সাধারণ ডায়েরি করেন। তা থেকেই জানা গেছে এসব তথ্য। 

রাকিব দাবি করেন, তিনি ও নাসির ছাড়াও অন্য একজনের সঙ্গে ছয় মাস সংসার করেছেন তামিমা। তামিমা ছয় মাস যে ছেলের সঙ্গে সংসার করেছেন ওই ছেলের নাম অলক। ফেসবুকে ভাইরাল হওয়া অডিওতে এই ছেলের বিষয়েই কথা হয়েছে নাসির ও রাকিবের।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান ইলিয়াস। জিডি সূত্রে জানা গেছে, ১০ বছর আগে রাকিবের সঙ্গে বিয়ে হয়েছিল তামিমার। নিকাহনামায় উল্লেখ করা আছে ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয় তাদের। তাদের ঘরে রয়েছে ৮ বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে।

 


মন্তব্য
জেলার খবর