রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে দেশটির বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের ওপর নানান নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে পশ্চিমা দেশগুলো। দীর্ঘসময় চুপ থাকার পর প্রথমবারের মতো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিল নিউজিল্যান্ড। খবর বিবিসির।
নিউজিল্যান্ড নিষেধাজ্ঞা আরোপের জন্য রাশিয়ার একশ’ জন অলিগার্চের (ধনী ব্যবসায়ী নেতা যাদের প্রচুর রাজনৈতিক প্রভাব রয়েছে) একটি তালিকা প্রণয়ন করেছে। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন বলেছেন, নতুন তালিকার অলিগার্চদের উপর ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং মস্কোতে নিবন্ধিত সুপারইয়াট, জাহাজ এবং প্লেনগুলোকে নিউজিল্যান্ডের আকাশসীমা বা জলসীমায় প্রবেশ করতে বাধা দেয়া হবে।
অন্যান্য পশ্চিমা দেশগুলোর দ্বারা আরোপিত শাস্তি এড়াতে নিউজিল্যান্ডকে ঘাঁটি হিসাবে ব্যবহার করা বন্ধ করার জন্য নিউজিল্যান্ড কয়েক ডজন রাশিয়ান নাগরিককে লক্ষ্য করে নিষেধাজ্ঞার এ নতুন তালিকা ঘোষণা করেছে।