মন্তব্য
৭ জন করোনা রোগী মারা গেছেন।করোনা শনাক্ত হয়েছে ৩২৭ জনের। সুস্থ হয়েছেন ৪৭৫ জন। শনাক্তের হার ২ দশমিক ৩৩। দেশের এই পরিস্থিতি গত ২৪ ঘণ্টার।আর করোনার সার্বিক পরিস্থিতির খবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৪৩ হাজার ৩৫১ জনের। এর মধ্যে মারা গেছেন আট হাজার ৩৪৯ জন। সুস্থ হয়েছেন চার লাখ ৯১ হাজার ৩৬৭ জন। এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ লাখ ৪৭ হাজার ৬৭৩টি। শনাক্তের হার ১৩ দশমিক ৭৬।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৪ হাজার ২১২টি, পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩৪টি। মৃতদের সবাই পুরুষ। সবাই হাসপাতালে মারা গেছেন। বিভাগভিত্তিক ঢাকার ছয় জন এবং বাকিজন রাজশাহীর।
এমকে