ইরানের টিকার কার্যকারিতা ৯০ শতাংশ

২২ ফেব্রুয়ারী ২০২১

করোনাভাইরাসে প্রতিরোধে ইরানের বানানো টিকা ৯০ শতাংশ কার্যকরী বলে দাবি করেছেন দেশটির কর্মকর্তারা।

ইরানের বানানো টিকা ‘কোভিরান বারেকাত’-এর ক্লিনিক্যাল ট্রায়ালের প্রধান মোহাম্মদ রেজা সালেহি জানান, মানবদেহে ট্রায়ালের প্রথম পর্যায়ে যারা অংশ নিয়েছেন তাদের ওপর এই টিকা আশাতীত সাফল্য দেখিয়েছে।

তিনি জানান, ট্রায়ালের সময় যারা এ টিকা নিয়েছেন তাদের ৯০ শতাংশের ক্ষেত্রে প্রাথমিক ফলাফলে দেখা গেছে, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম। 

আলজাজিরা


মন্তব্য
জেলার খবর