কিম কার্দেশিয়ানের বিচ্ছেদ!

২২ ফেব্রুয়ারী ২০২১

ভাঙতে যাচ্ছে কিম কার্দেশিয়ানের ছয় বছরের সংসার। তৃতীয় স্বামী কানইয়ে ওয়েস্টের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন কিম। ছয় বছরের দাম্পত্য জীবন আর আট বছরের প্রেমের ইতি টানছেন কিম-কানইয়ে।

ফলে প্রশ্ন উঠছে এ দম্পতির চার সন্তানের ভবিষ্যত নিয়ে। তাদের চার সন্তানের মধ্যে রয়েছে- নর্থ ওয়েস্ট (৭), সেন্ট ওয়েস্ট (৫), শিকাগো ওয়েস্ট (২) এবং পাসালম ওয়েস্ট (২০ মাস)।


মন্তব্য
জেলার খবর