বিবাহিতদের বউ সামলাতে বললেন সুবাহ

২২ ফেব্রুয়ারী ২০২১

এবার বিবাহিত পুরুষদের সতর্ক করেছেন নেট দুনিয়ার আলোচিত হুমায়রা  সুবাহ। যিনি ক্রিকেটার নাসির ইস্যুতে বেশ আলোচিত ছিলেন এক সময়। নিজের ফেসবুক লাইভে এসে সুবাহ বলেন, ‘নিজেদের স্ত্রীকে সামলে রাখবেন, বোঝেনই তো।’

রোববার ফেসবুক লাইভে আসেন নাসিরের সাবেক প্রেমিকা হুমায়রা সুবাহ। পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দেন তিনি। জানান, পরিবার নিয়ে পিকনিক করছেন তিনি।

লাইভের শেষে নাসিরকে ইঙ্গিত করে বিবাহিত পুরুষদের সতর্ক করেছেন সুবাহ। বলেছেন, ‘আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন যাতে আপনাদের বউ এদিক সেদিক ভাইগা টাইগা না যায়।’


মন্তব্য
জেলার খবর