মন্তব্য
মারাত্মক নিরাপত্তা ঝুঁকির কারণে ইউক্রেনে ব্রিটিশ রাষ্ট্রদূত সেদেশ ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।
ইউক্রেনে রুশ হামলা শুরুর পরপরই ব্রিটিশ রাষ্ট্রদূত মেলিন্দা সিমনস্ ও তার অল্প যেকজন সহকর্মী তখনও দূতাবাসে কাজ করছিলেন। তারা রাজধানী কিয়েভে ছেড়ে পোল্যান্ডের সীমান্তের কাছে অপেক্ষাকৃত নিরাপদ শহর লাভিবে চলে যান।
কিন্তু ব্রিটিশ রাষ্ট্রদূত এখন লাভিব থেকেও চলে গেছেন। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ইউেক্রনে এখন ব্রিটিশ দূতাবাসের সমস্ত অফিস বন্ধ।
সূত্র : বিবিসি