মঙ্গল অভিযানের অন্যতম কারিগর!

২২ ফেব্রুয়ারী ২০২১

প্রাণের অস্তিত্ব খুঁজতে লালগ্রহ মঙ্গলে পা রেখেছে নাসার পার্সিভিয়ারেন্স রোভার।

আর এই 'মিশন মঙ্গল'র অন্যতম পুরোধা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী স্বাতী মোহন।

নাসার রোভার যে সফলভাবে মঙ্গলের মাটি ছুঁয়েছে এ খবর প্রথম ঘোষণা করেছিলেন স্বাতীই। 

গল্ফ টুডে ও এই সময়


মন্তব্য
জেলার খবর