টিকার দ্বিতীয় চালান আসছে আজ 

২২ ফেব্রুয়ারী ২০২১

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) দেশে আসছে  অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস প্রতিরোধী টিকা কোভিশিল্ডের দ্বিতীয় চালান। রোববার (২১ ফেব্রুয়ারি) টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কখন এই চালান দেশে ঢুকবে তা নিশ্চিত করা হয়নি।

 

গত ১৫ ফেব্রুয়ারি  সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, ২২ ফেব্রুয়ারি টিকার দ্বিতীয় চালান দেশে আসবে।  ৩০ লাখ টিকা আনার চিন্তাভাবনা চলছে। চাহিদার ওপর টিকার সংখ্যা কম-বেশি হতে পারে। কারণ, এখনও ৬০ লাখের বেশি টিকার মজুত রয়েছে। প্রসঙ্গত, গত ৫ নভেম্বর বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা ও ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি টিকা কেনার চুক্তি হয়। সে অনুযায়ী গত ২৫ জানুয়ারি প্রথম চালানে ৫০ লাখ টিকা দেশে আসে । 

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর